সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীদের ধর্মঘট

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার প্রবাসী পল্লীখ্যাত আমিশাপাড়া বাজারে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা, নগদ টাকা, মালামাল লুট সহ বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানটাপ বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে আমিশাপাড়া বাজারে ব্যবসায়ী মন্টু মিয়া ভ্যানগাড়িতে করে কাঁচা মালা নিয়ে বাজারের দিকে আসছিলেন। এসময় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে সন্ত্রাসীরা মন্টুর সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের সবগুলো দোকানপাট বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করে। পরে সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে তারা ধর্মঘট প্রত্যাহার করে। আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বিভিন্ন সময় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করে আসছে। তাদের দাবীকৃত চাঁদা না পেলে ব্যবসায়ীদের মারধর সহ বিভিন্নভাবে হয়রানি করে সন্ত্রাসীরা। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা তাদের ধর্মঘট তুলে নিয়ে দোকানপাট পুনরায় চালু করেছেন। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই