সোনাইমুড়ীতে নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের খাল থেকে একটি ব্রিফকেস থেকে পলিথিনের ব্যাগভর্তি এক অজ্ঞাতপরিচয় নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে ইউনিয়েনর খোদখাস্তা গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়,সকালে স্থানীয় লোকজন খোদখাস্তা গ্রামের ভূঁইয়ার বাজার সংলগ্ন শাহপাড়-ভূঁইয়া বাজারের সড়ক দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত খালের মধ্যে একটি বড় ব্রিফকেস দেখতে পায়। একপর্যায়ে তারা ব্রিফকেসটির কাছে গিয়ে ভিতরে পলিথিনের ব্যাগভর্তি কিছু রয়েছে সন্দেহ হলে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিফকেস থেকে একটি মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারের সময় ব্রিফকেসের মধ্যে নারীদের পরিধেয় জামা-কাপড় পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কালটি কোনো একজন নারীর। পরবর্তীতে যদি কেউ কঙ্কালটি তাদের কোন লোকের বলে দাবী করে তাহলে ডিএনএ পরীক্ষা করা হবে।
মন্তব্য চালু নেই