সোনাইমুড়িতে স্কুলের বিরুদ্ধের মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে একটি ইলেকট্রনিক্স মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় তার প্রতিবাদে সহ¯্রাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছে। দুপুরে আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক সহ স্থানীয়রাও এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এসময় ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে ওই টিভি মিডিয়ায় মিথ্যা নিউজ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে শিক্ষক ও ম্যানেজিং কমিটি একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার প্রতিবাদ জানিয়ে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল জাব্বার, আবদুল্লাহ আল মামুন, আবুল কাশেম, মোশাররফ হোসেন মিঠু, রেখা রানী দাস সহ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী। মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।



মন্তব্য চালু নেই