সোনমের বাড়ি থেকে চুরি হিরের নেকলেস!

বলিউড ডিভা সোনম কপূরের সাজসজ্জার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গয়না। দৃষ্টিনন্দন রুচিশীল পোশাক ও গয়নাই সোনমের পছন্দের। আর সেগুলিতে তাঁর রুপমাধুরী আলাদা মাত্রা পায়। কিন্তু সোনমের বাংলো থেকেই চুরি হয়ে গেল নেকলেস। হিরের ওই নেকলেস চুরি যাওয়ার বিষয়ে সম্প্রতি জুহু থানায় সোনম অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনমের অভিযোগ অনুসারে, ব্রান্দ্রায় একটি পার্টিতে অন্যান্য গয়নার সঙ্গে ওই নেকলেস পরে গিয়েছিলেন তিনি।ফিরে এসে নিজের রুমের ড্রয়ারে নেকলেসটি রেখেছিলেন। কিন্তু পরদিন সকালে লক্ষ্য করেন, বহুমূল্য ওই নেকলেসটি খোয়া গিয়েছে।একটি এনডোর্সমেন্টের জন্য তাঁকে ছয় বাক্স গয়না দেওয়া হয়েছিল। পার্টিতে তিনি ওই বহু কোটি টাকা দামের গয়নাগুলি পরে গিয়েছিলেন। পরের দিন গহনাপ্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি গয়নাগুলি নিতে এলে ওই নেকলেসটি চুরি গিয়েছে বলে টের পান তিনি।



মন্তব্য চালু নেই