সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করলেন আইভী
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর এবার দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সৈয়দ আশরাফের হেয়ার রোড়ের বাসভবনে তার সঙ্গে দেখা করেন আইভী।
এ বিষয়ে সেলিনা হায়াৎ আইভীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আমি দলের একজন সিনিয়র নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। আমি কি পারি না দেখা করতে? আমাদের দলের অগ্রজ নেতাদের সঙ্গে মতবিনিময় আমাদের দলীয় ঐতিহ্য।’
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। আগামী ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। এরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সম্মেলনশেষে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গত ২৯ অক্টোবর ১৫ দিনের ছুটি নিয়ে লন্ডনে গিয়েছিলেন সৈয়দ আশরাফ । তবে স্ত্রীর অসুস্থতার জন্য সেখানে এক মাস অবস্থান করেন তিনি। ছুটি কাটিয়ে গত ২৭ নভেম্বর দেশে ফেরেছেন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক আশরাফ।
মন্তব্য চালু নেই