সেলুলার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইন্টারনেট অব থিঙ্কস

২০১৭ সালে সেলুলার নেটওয়ার্কে কাজ করবে আইওটি ডিভাইস। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়াল্ড মোবাইল কংগ্রেসে জানানো হয়, সুইডেনের যোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান অরেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল সফলতার সাথে পৃথিবীর প্রথম বর্ধিত কভারেজ ট্রায়াল সম্পন্ন করেছে। যাকে সংক্ষেপে বলা হচ্ছে ইন্টারনেট অব থিঙ্কস (আইওটি) বা চিন্তাশীল ইন্টারনেট। এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে প্যারিসে।

আইওটি হলো এমন এক ধরণের ভবিষ্যত প্রযুক্তি যা দিয়ে আপনি দুরে থেকেও টিভি থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশন, এমনকি কফি মেশিনও নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন দিয়ে। প্যারিসে এই পরীক্ষা পর্ব শুরু হয়েছিল নভেম্বর ২০১৫ সারে এবং শেষ হয়েছে ফেব্রুয়ারি ২০১৬ তে এসে। এই প্রযুক্তিতে কম খরচে এবং কম জটিলতায় উন্নত নেটওয়ার্কে ঘরের যে কোনো ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণ নেয়া সহজ হবে।

এরিকসনের রেডিও বিভাগের হেড অব বিজনেস অ্যারন বান্সাল বলেন, ‘আমরা পরীক্ষা পর্বের সফলতায় সন্তুষ্ট।
ইসি-জিএসএম-আইওটি একটি প্রতিশ্রুতিবদ্ধ প্রযুক্তি যা সম্ভাবনার দ্বার খুলে দিয়ে বিপ্লব সাধিত করবে।’

২০১৭ সালে সেলুলার নেটওয়ার্কে কাজ করবে আইওটি ডিভাইস। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে ওইসি-জিএসএম-আইওটি ডিভাইসটি প্রদর্শিত হয়।



মন্তব্য চালু নেই