সেলিমার গাড়িবহরে ছাত্রলীগের হামলা, আহত ১০

বরিশালের মুলাদী উপজেলা সদরের ডিগ্রী কলেজের কাছে রোববার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের গাড়ি বহরে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও জেলা উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার খানসহ বিএনপির ১০ জন কর্মী আহত হয়েছেন।

জেলা উত্তর বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু জানান, রোববার মুলাদীতে সদরে বিএনপির কর্মী সভায় যোগদানের জন্য সেলিমা রহমান সড়ক পথে গাড়ি বহর নিয়ে মুলাদীতে আসেন।  রাস্তা উপজেলা সদরের ডিগ্রি কলেজের সন্নিকটে গাড়িবহর পৌঁছলে কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জুয়েলের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায়।

হামলায় তিনটি মটরসাইকেল ভাঙচুরসহ জেলা উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মুলাদী থানার ওসি মো. আলাউদ্দিন মিয়া বলেন, আওয়ামী লীগের একটি অনুষ্ঠানের গাড়ি বহরের মধ্যে বিএনপির কর্মীরা মটরসাইকেল বহর নিয়ে ঢুকে মিছিল দেয়ায় ছাত্রলীগ কর্মীরা ধর ধর বলে আওয়াজ করলে তারা (বিএনপির কর্মীরা) মটরসাইকেল রেখে সটকে পরেন। এছাড়া হামলার কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।



মন্তব্য চালু নেই