সেলিব্রেটি ভাই-বোনের ঝগড়ায় ভাঙনের মুখে পরিবার

ভাই-বোনের ঝগড়া। তাও আবার এমন যে প্রায় মুখ দেখাদেখিই বন্ধ। সেই ভাই-বোনের জুটি যদি সেলেব হন, তা হলে তো অন্দরের কলহ খবরে আসবেই। শোনা যাচ্ছে আমিশা পাটেল ও তার ভাই অস্মিতের মধ্যে এমনই ঝগড়া শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০০৪ সালে। বাবা-মা তার যাবতীয় টাকা আত্মসাত্ করে নিচ্ছেন, এই অভিযোগে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমিশা। সে সময়ই ভাঙন ধরে তাদের পরিবারে।

বাবা-মা তো বটেই এমনকী ভাই অস্মিতের সঙ্গে সম্পর্কে তিক্ততা শুরু হয়।

এরপর পরিচালক তথা প্রযোজক বিক্রম ভাট্টের সঙ্গে থাকতেন আমিশা। ফলে বাড়ি ছেড়েও চলে যান। পরে সেই সম্পর্ক ভাঙে। তখন ফের বাড়ি ফিরে আসেন নায়িকা। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে মানিয়ে নিতে একই বাড়িতে থাকতে শুরু করেন।

মুম্বাইয়ের একটি বিনোদন ওয়েবসাইটের খবর অনুযায়ী, সম্প্রতি আমিশা-অস্মিতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তাদের মধ্যে কথাও বন্ধ। এমনকী কোনও পারিবারিক অনুষ্ঠানে গেলেও একে অন্যকে এড়িয়ে চলছেন। তবে বাবা-মায়ের সঙ্গে দুই ছেলে-মেয়েরই সম্পর্ক রয়েছে।

কী কারণে এই বিবাদ? পাটেল পরিবারের তরফে কেউ মুখ না খুললেও একটি সূত্রের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়েই ঝামেলায় জড়িয়েছেন আমিশা-অস্মিত। আনন্দবাজার



মন্তব্য চালু নেই