সেলিব্রিটিদের নগ্ন ছবি চুরির দায়ে কারাদণ্ড

সেলেব্রিটিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নগ্ন ছবি ও ভিডিও চুরির দায়ে এক ব্যক্তিকে আঠারো মাসের কারাদণ্ড দিয়েছে পেনসিলভানিয়ার একটি আদালত। খবর বিবিসি।

রায়ান কলিনস নামের ৩৬ বছর বয়স্ক এই ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছেন।

তিনি ৬ শ’রও অধিক মানুষের নাম এবং পাসওয়ার্ড চুরি করেন।

তার চৌর্যবৃত্তির শিকার যারা হয়েছেন তারমধ্যে নামজাদা অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপটন, স্কারলেট জোহানসন এবং ক্রিস্টেন ডান্‌স্টকে তিনি প্রতারণামূলক ই-মেইলও পাঠিয়েছেন।

কলিনস এদের গুগল কিংবা অ্যাপলের কর্মী সেজে ই-মেইল করতেন।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন তারকার ছবি চুরির এই ঘটনা ‘সেলেবগেট’ নামে পরিচয় পায়।

ছবি চুরির শাস্তি পেলেও ছবি ফাঁসের কোন অভিযোগ আনা হয়নি মি. কলিনসের বিরুদ্ধে।

যদিও আইক্লাউড হ্যাক করে চুরি করা জেনিফার লরেন্সের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস করে দেয়ার অভিযোগ আছে, যা ব্যাপক আলোড়ন তোলে।



মন্তব্য চালু নেই