সেলফি দিয়ে মোনালিসার ঈদ শুভেচ্ছা বিনিময়
দেশব্যাপী ঈদ আনন্দের সাথে গা ভাসিয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। তিনি তার ফেসবুক ওয়ালে আজ সকালে কিছু সেলফি ছেড়ে ভক্তদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুধুই সেলফি নয় সাথে ছিল ছোট্ট একটি স্ট্যাটাস। মোনালিসা তার স্ট্যাটাসে লিখেছেন, Wishing everyone Eid Mubarak.
মন্তব্য চালু নেই