সেলফি তুলে শাস্তির মুখে জাদেজা

জিম্বাবুয়ে সিরিজে না থাকায় স্ত্রীকে নিয়ে গুজরাটের একটি সংরক্ষিত অরণ্যাঞ্চল ভ্রমনে গিয়েছিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তবে নিয়ম ভেঙ্গে ছবি তোলায় ঘোর বিতর্কে পড়েছেন এই অলরাউন্ডার। জাদেজার বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছে বনবিভাগের কর্মকর্তারা। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

গুজরাটের জিআইআর সাফারি পার্কে জাদেজা তার স্ত্রী রিভা ও কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন। বন কর্মকর্তাদের সাথেও ছবি তোলেন তিনি। তবে প্রশ্ন উঠছে, জাদেজা কিভাবে জিপ থেকে নামলেন!

কারণ এই জঙ্গলে পর্যটকদের গাড়ি থেকে নামা নিষিদ্ধ। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে জাদেজা জঙ্গলে গাড়ি থেকে নেমেছেন এবং সিংহের সাথে সেলফিও তুলেছেন! সিংহদের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি প্রকাশ করেন। এরপরেই শুরু হয় তোলপাড়।



মন্তব্য চালু নেই