সেলফির দণ্ড ১ কোটি ১৬ লাখ টাকা!

সেলফির এ যুগে বিষাক্ত র‌্যাটলস্ন্যাকই বা বাদ যাবে কেন! কিন্তু এই শখ পূরণ করতে গিয়েই দেড় লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ ডলারের বেশি) আক্কেল সেলামি গুণতে হয়েছে এক মার্কিন নাগরিককে।

রোববার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের গোড়ার দিকে র‌্যাটলস্ন্যাকের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো শহরের বাসিন্দা ফসলার। কিন্তু যখনই তিনি বিষাক্ত সাপটিকে ধরে সেলফির জন্য পোজ দিয়েছেন তখনই কীনা সেটি তার বাহুতে ছোবল দেয়। ফলে সেলফি ছেড়ে সোজা হাসপাতালে। কয়েক দিনের চিকিৎসায় প্রাণে বেঁচে গেছেন বটে তবে তাকে হাসপাতালের বিল পরিশোধ করতে হয়েছে এক কোটি ১৬ লাখ ৫৮ হাজার টাকা।

সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফসলার বলেন,‘সাপটি আমাকে ছোবল দেয়ার পর আমার গোটা শরীর কাপতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই শরীর অবশ হয়ে যায়-জিব বেরিয়ে আসে এবং চোখের পাতা বুজে যায়।’

ফসলার শখ করে নিজের বাড়িতে একটি র‌্যাটল সাপ পুষতেন। কিন্তু ওই ঘটনার পর তিনি ওই বিষাক্ত জীবটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।



মন্তব্য চালু নেই