সেলফিতে সেই ছোট্ট দীঘি
বাংলা চলচ্চিত্রের এখন পর্যন্ত জনপ্রিয় শিশু শিল্পীর তালিকা করলে প্রথমেই চলে আসবে প্রার্থনা ফারদিন দীঘির কথা। এই শিশু শিল্পী এখন আর শিশু নেই। তিনি এখন কিশোরি। বেশ কয়েক বছর ধরে দীঘিকে কোন চলচ্চিত্রে দেখা যায় না।
তার পরিবার থেকে জানানো হয়েছে পড়ালেখার ক্ষতি হতে পারে তাই তাকে এখন আর অভিনয়ে নিয়মিত রাখতে চান না তারা। তবে বছরে দু একটা নতুন বিজ্ঞাপনচিত্রে মুখ দেখা যায় এই ক্ষুদে তারকার।
হঠাৎ দেখায় এখন অনেকেই ছোট্ট দীঘিকে চিনতে পারেন না। দীঘির এখন নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে। তিনি এখন ফেসবুকেও অ্যাক্টিভ। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে দীঘি একটি সেলফি তুলে তা ফেসবুকে শেয়ার করেন। এ সেলফিতে দীঘিকে একেবারই অন্যরকম দেখা যায়। ছবি দেখে চেনার উপায় নেই এটাই দীঘির ছবি। জানা যায় দীঘির তোলা এটাই প্রথম সেলফি।
মন্তব্য চালু নেই