সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ ভোলায় জেলা পর্যায়ে বাছাই অনুষ্ঠিত

ফজলে আলম, ভোলা প্রতিনিধি ॥ দেশে প্রথমবারের মত সাতারু অন্বেষনের লক্ষে ভোলায় “সেরা সাতারু খোজে বাংলাদেশ” – নামে জেলা পর্যায়ে সাতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভোলা সরকারি কলেজের পুকুরে বাংলাদেশ সাতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ১১ থেকে ১৮ বছর বয়সের ৯৭ জন ছেলে ও মেয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্য থেকে ৯ জন ছেলে ও ১ জন মেয়েসহ মোট ১০ জনকে জেলা পর্যায় থেকে বাছাই করা হয়।

জেলা পর্যায়ে এই প্রথম সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সাতারুদের মধ্যে ব্যপক সাড়া পড়েছে। প্রতিযোগিতা শেষে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো: ফয়সলের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন।



মন্তব্য চালু নেই