অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ

সেরাটা দিতে প্রস্তুত মাশরাফি বাহিনী

শুরুটা দুর্দান্ত। অহংকবোধে ফেটে পড়া আফগানিস্তানকে ১০৫ রানে নাস্তানাবুদ করে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমন সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ। তবে বাস্তবতাও মানছেন ক্রিকেটাররা, আফগানিস্তানের এটা প্রথম বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের তৃতীয়। শনিবার সকালে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, বাংলাদেশের সামনে পর্বত সমান বাধা। একেতো অস্ট্রেলিয়া চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, তার উপর এবার তারা স্বাগতিকের ভূমিকায়। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অসি শিবির। সব মিলিয়ে বাংলাদেশ কেমন করবে দ্বিতীয় ম্যাচে?
তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আত্ববিশ্বাসী। তার মতে, সেরাটা দিতে প্রস্তুত টাইগার শিবির। আর সেটা করতে পারলে কোন কিছুই অসম্ভব নয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ কাপ্তান তাকিয়ে আছেন টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে। মাশরাফির প্রত্যাশা, এবার শুরুর দিকে ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারবেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘(আফগানিস্তানের বিপক্ষে) টপ অর্ডারের শুরুটা ভালো ছিল, পরে একটা ধস নামে। সবাই রান করতে উন্মুখ, সবাই চেষ্টা করবে নিজের সেরা দিতে।’ দারুণ জয়ে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। উজ্জ্বীবিত মাশরাফিরা পরের ম্যাচগুলোতে ভালো করার রসদ নিতে চান অস্ট্রেলিয়া ম্যাচ থেকে। তিনি বলেন, ‘হারানোর কিছু নেই আমাদের এই ম্যাচে। সব কিছুই আমাদের পক্ষে। গ্যাবায় খেলা ভিন্ন একটা অভিজ্ঞতা হবে। এখানে ভালো করলে পরের ম্যাচগুলোতে ভালো করতে আত্মবিশ্বাস যোগাবে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০০৫ সালের কার্ডিফে। যেখানে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এই স্মৃতি অবশ্যই প্রেরণা যোগাচ্ছে টাইগারদের। তবে মাশরাফি বলেছেন, ‘এটা আমাদের জন্য ভালো স্মৃতি, তবে তা অনেক দিন আগের কথা। ভালো ক্রিকেট খেললে, যে কাউকে হারানো সম্ভব। আমরা খেলতে উন্মুখ। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।’

brisbene

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে প্রচুর বাংলাদেশের সমর্থক হাজির হয়েছিল। যাতে বাড়তি উন্মদনা তৈরি হয়েছিল ক্রিকেটারদের মনে। মাশরাফির আশা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও গ্যাবায় থাকবে বাংলাদেশের অগনিত সমর্থক। তিনি বলেন, ‘ক্যানবেরায় এতো দর্শক ছিল, মনে হয়েছিল মিরপুর বা চট্টগ্রামে খেলছি। বিদেশে খেলতে এসে এতো সমর্থন পাবো চিন্তাই করিনি। তাদের উপস্থিতিতে আমরাও রোমাঞ্চিত।’

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত ম্যাচটি হবে কি না, তা নিয়ে থাকছে সংশয়। সেটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই। সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে হওয়া সেখানে হয়েছে প্রবল বৃষ্টিপাত। তবে বাংলাদেশের প্রত্যাশা পয়েন্ট ভাগাভাগি নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলা।



মন্তব্য চালু নেই