সেমিফাইনালে গিয়েই কাঁদতে হলো সেরেনাকে
বিশ্বের এক নম্বর টেনিস তারকা তিনি। কাঁদলেন এবার। সেমিফাইনালে গিয়েই কাঁদতে হলো সেরেনাকে। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের শেষ চার থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
শুক্রবার সকালে রবার্তা ভিঞ্চির পিসকোভা কাছে ৬-২, ৭-৬ সেটে হেরে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন এই তারকা।
আর এর সঙ্গে থেমে গেলো সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়ার স্বপ্ন। এজন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। বর্তমানে স্টেফি গ্রাফের সঙ্গে ২২টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডে ভাগ বসিয়েছেন সেরেনা।
ফাইনালে ভিঞ্চির প্রতিপক্ষ হতে পারে কারবার অথবা ক্যারোলিন ওজনিয়াকি। ২৪ বছর বয়সী পিসকোভা একই টুর্নামেন্টে সেরেনা ও ভেনাস দুই উইলিয়ামস বোনকেই হারিয়েছেন।
মন্তব্য চালু নেই