সেপটিক ট্যাংকে প্রাণ গেল তিন শ্রমিকের
চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী ইপিজেড এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুরে কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। অন্যান্য শ্রমিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই