সেন্টমার্টিন কোষ্টগার্ড ডুবে যাওয়া ট্রলার থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে

গত ২৩ মে সাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা ও ১টি ট্রলার আটক করেছে। যার মূল্য ৪ কোটি ১৪ লাখ টাকা। কোষ্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোয়েন্দা লেঃ কমান্ডার নুরুল হুদা জানান, ডুবি ট্রলার তল্লাশী চালিয়ে একটি ড্রামের ভিতর থেকে ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ট্রলারটি জব্দ করে কোষ্টগার্ডের হেফাজতে দেওয়া হয়।

উল্লেখ্য যে গত ২০ মে গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবা বুঝায় করে গভীর সাগর দিয়ে ডুবো ট্রলারটি চট্টগ্রামে যাচ্ছিল। সেখানে জলদস্যুর কবলে পড়লে জলদস্যু ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষ বাঁধে। এতে জলদস্যু গুলি চালালে বোটটি ডুবে যায়।

খবর পেয়ে কোষ্টগার্ড অন্য একটি বোটের সাহায্যে বোটটি কোলে তুলে নিয়ে এসে ড্রামের ভিতরে এ ট্যাবলেট গুলো পাওয়া যায় বলে কোষ্টগার্ড সূত্রে জানায়।



মন্তব্য চালু নেই