সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুভঙ্করের ফাঁকি
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনী কমিটির সমন্বয়কারী আ.স.ম হান্নান শাহ।
বৃহস্পতিবার সকালে মির্জা আব্বাসের বাসার সামনে তার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।’
হান্নান শাহ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার বিভিন্ন পথ খুঁজছে। নির্বাচন থেকে আমাদের সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে সরকার। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।’
সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাস নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ এবং সরকারি দলের নেতারা নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।
মন্তব্য চালু নেই