সেনবাগে দূর্বৃত্তের আগুনে ৩ দোকান পুড়ে ছাই
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ৩টি দোকান ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে দোকানগুলোর মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ও নাইটগার্ডের অভিযোগ স্থানীয় কয়েকজন দূর্বৃত্ত ওই দোকানগুলোতে আগুন দিয়েছে। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নবীপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন দূর্বৃত্ত নবীপুর বাজারে এসে মানিক ফলের আড়ত, ছারোয়ার স্টেশনারি ও আবুল কালামের সবজির আড়তে আগুন দিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলেও বিদ্যুত থাকা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আগুনে দোকানগুলোতে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বাজারের নাইটগার্ড দোকানে আগুন দেওয়া দূর্বৃত্তদের ছিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই