সেক্স সিম্বল হয়ে খুশি বিবার
পপ তারকা জাস্টিন বিবারকে অনেকেই সেক্স সিম্বল বলে থাকেন। আর এমন উপাধি পেয়ে বেশ খুশি এই সংগীত তারকা।
সম্প্রতি ক্যালভিন ক্লেইন ব্র্যান্ডের একটি ফটোশুট্যে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাস্টিন বিবার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেক্স সিম্বল নাকি অন্য কিছু তা জানি না। তবে কিছু একটা হতে পেরে দারুণ খুশি।’
জাস্টিন বিবার পপ সংগীতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বিশ্বখ্যাত ক্যালভিন ক্লেইন ব্যান্ডের শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন। ফলে এখন থেকে এই ব্র্যান্ডের সব ধরনের প্রচারণায় তিনি অংশ নিবেন।
মন্তব্য চালু নেই