সেই ৬ নবজাতকের কেউই আর বেঁচে নেই

সিলেটে এক নারীর গর্ভে জন্ম নেয়া ছয় নবজাতকের সবাই মারা গেছে। ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একে একে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে জন্ম হওয়ার পর রাত ৯টা থেকে বুধবার ভোরের মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয় বলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দেন সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ওই নারী। তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আব্দুস সালাম বলেন, ছয়টি নবজাতকই অপরিপক্ক ছিল। একটি শিশু জন্ম হতে সাধারণ ৪০ থেকে ৫২ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু এই শিশুগুলো ২৬ সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে। নবজাতকের ওজন এক কেজির কম হলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। এদের প্রত্যেকের ওজনই ৭০০ গ্রামের কম ছিল।



মন্তব্য চালু নেই