সেই বখাটে রুহুল আমিনকে ধরিয়ে দিলো গ্রামবাসী

হবিগঞ্জে একটি রাস্তায় এক স্কুলছাত্রীকে মারধর ও হয়রানি করার ভিডিও সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ওই কিশোর রুহুল আমিনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের ছাত্রীরা দল বেঁধে স্কুল থেকে ফেরার পথে এক কিশোর একটি ছাত্রীর পথ রোধ করে তাকে মারধর করে এবং হুমকি দেয়।

এই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে একজন প্রত্যক্ষদর্শী তা ফেসবুকে তুলে দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।

ওই ভিডিও দেখে পুলিশ কিশোরটিকে চিহ্নিত করে তাকে আটকের জন্য অভিযান শুরু করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস নাজিমুদ্দিন জানিয়েছেন, গ্রামবাসীরা ওই কিশোরকে ধরে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর নারী নির্যাতন আইনে মামলা করে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, কিশোরটি নবম শ্রেণির ছাত্র। আর যে স্কুলছাত্রীকে নির্যাতন করেছে সে অষ্টম শ্রেণীতে পড়ে।

ছাত্রীটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মারধর বা নির্যাতন করার অভিযোগ প্রাথমিকভাবে কিশোরটি পুলিশের কাছে স্বীকার করেছে।

আরো পড়ুনঃ

প্রকাশ্যে স্কুলছাত্রী লাঞ্চিতঃ সেই ছেলেটির নাম রুহুল আমিন


এবার প্রকাশ্যে স্কুলছাত্রীকে চড়থাপ্পর মারলো বখাটে যুবক (ভিডিওসহ)



মন্তব্য চালু নেই