সেই ঘটনা স্বীকারই করছেন না জ্যাকুলিন!

সবাই জানলেও সেই ঘটনা স্বীকারই করছেন না সময়ের অন্যতম ব্যস্ততম তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। স্পষ্ট করে কিছু বলতে চেয়েও বলছেন না নিজের সম্পর্কে।

আবু ধাবির নবাব শেখ হাসান বিন রশিদ অাল খলিফার সঙ্গে সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা সবাই কমবেশি জানেন।

তবে এ সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা থাকলেও তা নিয়ে স্পষ্ট করছেন না জ্যাকুলিন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিজের সম্পর্কের কথাটা নিপুণভাবে এড়িয়ে গেলেন জ্যাকুলিন। এ নিয়ে কোনো কথাই বললেন না তিনি।

বুধবার এক অনুষ্ঠানে আবু ধাবির নবাবের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন বলিউডের এই তারকা। কিন্তু বিষয়টি তিনি এড়িয়ে যান।

জ্যাকুলিন বলেন, আমি এখন সিঙ্গল কি না জানি না, তবে খুব শিগগিরই তা প্রকাশ পাবে।

আবু ধাবির নবাব শেখ হাসান বিন রশিদ অাল খলিফার সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক অনেকদিনের। তবে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল ২০১১ সালেই।

তার একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, সম্প্রতি পুরনো প্রেমিকের সঙ্গে ফের সম্পর্কে আবদ্ধ হয়েছেন জ্যাকুলিন। কিন্তু সে কথা কারো কাছেই স্বীকার করতে নারাজ।

এ মুহূর্তে ‘হাউসফুল থ্রি’-এর শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে জ্যাকুলিনের।



মন্তব্য চালু নেই