সেই কানিজ, এই কানিজ…

পপ গানের জনপ্রিয় শিল্পী কানিজ সুবর্ণা। দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে দূরে। শ্রোতাদের কাছেও নেই। কোথায় আছেন তিনি? জানা গেলো, মাইলস এর হামিন আহমেদের সংসারে ডুবেছেন তিনি। দুই সন্তান আজমান ও আয়মানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গানের জগতে তাই ফেরা হচ্ছে না। টুকটাক গানের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ শিল্পী জানান, সংসার কিছুটা গুছিয়ে উঠতে পারলেই ফিরবেন তিনি।

কিন্তু কানিজ সূবর্ণার গানের পাশাপাশি রূপেরও ফ্যান ছিলেন যারা তাদের জন্য দু:খের খবর হলো অসম্ভব মুটিয়ে গেছেন কানিজ। ফেসবুকে সম্প্রতি নিজের ছবি প্রকাশ করে ভক্তদের কাছে মার্জনাও চেয়েছেন তিনি। ফেসবুকে তিনি বলেন ‘অসম্ভব ওজন বেড়ে গিয়েছে আমার। আমি চেষ্টা করছি ওজন কমানোর।’

তাই সবদিক থেকেই কানিজ নিজেকে বদলে ফিরতে হবে। ভক্তদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত।



মন্তব্য চালু নেই