সেই কাটার, সেই মুস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুরুতেই ডিকককে কাটার মেরে বোল্ড করেছেন বিস্ময় বালক মুস্তাফিজ (৭)।
বাংলাদেশ সময় বেলা তিনটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ এই ওয়ানডেটি শুরু হয়।
আজ বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে আফ্রিকা একাদশে মরিসের বদলে মরনি মরকেলকে নেয়া হয়েছে।
ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচ সাত উইকেটে জিতে ১-১ সমতা আনে বাংলাদেশ। প্রথম ম্যাচে একই ভেন্যুতে বাজেভাবে হেরেছিল টাইগাররা। এই ম্যাচ জিতলে দেশের মাটিতে টানা চার সিরিজে জয়লাভ করবে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে, পাকিস্তান এবং ভারতকে সিরিজে হারায় বাংলাদেশ।
মন্তব্য চালু নেই