সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালেন মুশফিক
আজ রোববার ১৪ শাবান দিবাগত রাতটি পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের এ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। এরাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। আর তাই আল্লাহ তাআলার কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার দুপুরে মুশফিক তার নিজের ফেসবুক পেজে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘আজকের রাত আমাদের সবার জন্য অনেক মূল্যবান কারণ এই রাত হল আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার একটি বিরাট সুযোগ। দোয়া করি যেন আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। #এমআর১৫’
গত বছরের শেষ দিক টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ার শুরু হবার পর থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন মুশফিক। তবে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের প্রিয় সংস্করণে ফিরে ফর্ম ফিরে পান তিনি। তার নেতৃত্বে লিগে দারুণ খেলছে মোহামেডান।
মন্তব্য চালু নেই