সুড়সুড়ি দিলে কেন হাসি ?
আমাদেরকে কেউ সুড়সুড়ি দিলে আমরা হাসি। তবে কেউ জানেন কিনা জানিনা, সুড়সুড়ির কারনে চলে আসা হাসিটা আসলে আমাদের একটা ডিফেন্সিভ ম্যাকানিযম – মজা পেয়ে হাসিনা আমরা।
কেউ আমাদের সুড়সুড়ি দিলে এটা মস্তিষ্কের সেই অংশে সিগনাল পাঠায় যেই অংশ আমাদেরকে অবশ্যম্ভাবী একটা ব্যথার জন্য প্রস্তুত হতে জানান দেয়। আমাদের মস্তিষ্ক আমাদেরকে তখন বলে, ‘একটা ব্যথা পেতে যাচ্ছ তুমি, তৈরি থেকো’।
আর তারপর, সুড়সুড়ি অনুভব করা মাত্রই আমরা অবচেতনভাবে সেই ‘ব্যথার’ বিরুদ্ধে রিয়্যাকট করি; যিনি এই ব্যথা দিচ্ছেন তার কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করি, আত্বসমার্পণ করি এবং সেটার বহিঃপ্রকাশ হিসেবেই হেসে দেই।
আমরা নিজেরা নিজেকে সুড়সুড়ি দিয়ে হাসাতে পারিনা। কারন আমরা জানি আমরা আমাদের কাছে নিরাপদ, কেউই ‘ব্যথা’ দিতে যাচ্ছেনা আমাদের।
মন্তব্য চালু নেই