সুস্মিতার সেকেন্ড ইনিংস

বেশ কয়েক বছর ধরেই লাইট, ক্যামেরা আর অ্যাকশনের বাইরে রয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বলিউডের রুপালী পর্দায় তার অনুপস্থিতি, স্বেচ্ছায় নাকি অন্য কারো ইচ্ছায় তা জানা সম্ভব না হলেও, এবার ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি আবারো চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তা বলিউডে নয়। বাংলা চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করে চান তিনি। কারণ সুস্মিতা সেন যখন বলিউডের পর্দা কাঁপাচ্ছেন,তখন বাংলার অনেকেই হা-হুতাশ করেছেন। আহা, সুস্মিতা সেনকে যদি বাংলায় পাওয়া যেত! টালিগঞ্জের  নির্মাতা আর চলচ্চিত্রপ্রেমীদের এই আশা পূরণ করার ঘোষণা দিয়েছেন তিনি। সুম্মিতা সাংবাদিকদের বলেন, ‘পরিচালক রূপালি গুহ’র পরিচালনায় একটি বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। এখানে আমাকে মুখ্য চরিত্রে দেখা যাবে।’ এদিকে বেশ কবছর আগেই বাংলায় কাজ কারার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্ত্ত সে চলচ্চিত্রের ভবিষ্যত কী হল, তা আজও  অজানা। সেই হিসেবে দেখতে গেলে, এটাই হতে চলেছে সুস্মিতা সেনের প্রথম বাংলা চলচ্চিত্র। এখন দেখার বিষয় কতো দ্রুত বাংলায় সুস্মিতার সেকেন্ড ইনিংস শুরু হয়।



মন্তব্য চালু নেই