বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা

সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হবেই -কাজী রেজাউল হোসেন

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেছেন, সহিংস ও দুর্নীতি নির্ভর রাজনীতির এখনই অবসান ঘটিয়ে সুস্থ ধারার রাজনীতির প্রচলন ঘটাতে হবে। সম্প্রতি এপ্রীল কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে দলের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে ভাল রাজনীতি শেখাতে হবে। তাদের কাছে রাজনীতিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে উপস্থাপন করা হচ্ছে। সেজন্য রাজনীতিতে এখন সৎ ও মেধাবী জনগণ আসতে চান না। এই অবস্থার পরিবর্তন আনতে তিনি সৎ, দক্ষ ও মেধাবীদেরকে বাংলাদেশ কংগ্রেসে যোগ দেয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও মূখ্য সমন্বয়ক মাসুদ রানা মোঃ হাফিজ বলেন, দুর্নীতি নির্ভর রাজনীতির কারণেই রাজনীতি এখন ধনী হওয়ার সহজ উপায়ে পরিণত হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও নেতারা ঠিকই দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন। দলের ভাইস-চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, বাংলাদেশ কংগ্রেসের সাত দফায় নিহিত রয়েছে সমগ্র জাতির মুক্তির সনদ। এই সাত দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কংগ্রেস আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।  মহাসচিব মোঃ ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি নতুন প্রজন্মের জন্য একটি মডেল। বাংলাদেশ কংগ্রেস আগামী দিনে দেশে নতুন ধারার রাজনীতির প্রচলন ঘটাবে যা হবে উন্নয়নমূখী, মেধা ও সততা নির্ভর এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ। তিনি আরও বলেন, বর্তমান ধারার রাজনীতি অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে দরকার রাজনৈতিক নেতা-কর্মীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, চারিত্রিক দৃঢ়তা ও উন্নত চিন্তা যা বাংলাদেশ কংগ্রেস লালন করে।  শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক বাপ্পী সরদার, সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দলের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কাবিল উদ্দিন মৃধা প্রমূখ সভায় বক্তব্য রাখেন। বাংলাদেশ কংগ্রেসের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের জেলা যুগ্ম আহবায়ক বাবু বিধান দাস কানু।



মন্তব্য চালু নেই