খালেদা-সুষমা বৈঠক
সুষমাকে ফেরাতে পারেনি আ.লীগ সরকার : শমসের মবিন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকে সরকারের আপত্তি ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের এ বাধা সুষমাকে ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত তার উদ্যোগেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে খালেদা-সুষমা বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর বক্তব্যে এমন অভিযোগই উঠে আসে।
শমসের মবিন বলেন, ‘ভারতের নতুন সরকারকে খালেদা জিয়া আবারও অভিনন্দন জানিয়েছেন। খালেদা জিয়া বলেছেন, ভারতের নতুন সরকারের কাছে বাংলাদেশের অনেক প্রত্যাশা রয়েছে। ভারতের সঙ্গে অমীমাসিংত বিষয়গুলো সমাধানে ভারত সরকার উদ্যোগ নেবে বলে চেয়ারপারসন আশা প্রকাশ করেন।’
সংলাপ এবং আগামী নির্বাচন নিয়ে ভারতের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা এর জবাবে শমসের বলেন, ‘না, এরকম কোনো সহযোগিতা চাওয়া হয়নি।’
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, এ বৈঠকের ব্যাপারে সরকার আপত্তি জানিয়েছিল। কিন্তু ভারত বাংলাদেশের বিশেষ কোনো দল নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়। এ কারণে সব বাধা অতিক্রম করে এ বৈঠক হয়েছে।’
তিনি বলেন, ‘সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সার্বিক ঐক্যমত গড়ে তোলার জন্য ভারতের নতুন সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে খালেদা জিয়া স্বাগত জানান।’
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত খালেদা-সুষমা বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই