সুশান্তের উপরে বেজায় চটেছেন ধোনি! কারণ জানলে অবাক হওয়ারই কথা…

মাহির বায়োপিকের অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের উপরে একটা সময়ে বেশ রেগে গিয়েছিলেন ভারতের সফলতম অধিনায়ক।

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’র ট্রেলার মুক্তি পেয়েছে। আর তার পরেই জানাজানি হয়ে গিয়েছে মাহির বায়োপিকের অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের উপরে একটা সময়ে বেশ রেগে গিয়েছিলেন ভারতের সফলতম অধিনায়ক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন রেগে গিয়েছিলেন ধোনি? সুশান্তের অপরাধটাই বা কী?

ধোনিকে মাঠে যাঁরা দেখেছেন, তাঁরা জানেন শান্তস্বভাবের মানুষ রাঁচির রাজপুত্র। খুব একটা প্রতিক্রিয়া দেখাতে চান না ধোনি। এ হেন শান্তস্বভাবের ধোনি কেন ক্ষেপে গেলেন সুশান্ত সিংহ রাজপুতের উপরে? জানা গিয়েছে, সুশান্তের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন ধোনি।

বায়োপিকে যেহেতু ধোনির ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত, তাই ক্যাপ্টেন কুলের চলনবলন অবিকল নকল করার করার চেষ্টা করেন ছবিতে। আরও নিখুঁতভাবে অভিনয় করার জন্যই ধোনিকে একের পর এক প্রশ্ন করতেন সুশান্ত। আর নায়কের প্রশ্নের জবাব দিতে দিতে একসময়ে ক্লান্ত হয়ে পড়েন ধোনি। রাঁচির রাজপুত্র বলেন, ‘‘একটা প্রশ্নই বারবার করত সুশান্ত। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে করেই যেত। এক ধরনের জবাব পেলে তবেই ও বিশ্বাস করতো। তার পরে পরবর্তী প্রশ্নতে যেত সুশান্ত। গোড়ার দিকে আমার খুব সমস্যা হত। নিজের সম্পর্কে বলতে সবারই খুব খারাপ লাগে। পনেরো মিনিট ধরে নিজের সম্পর্কে বকে যাওয়ার পরে আমি ক্লান্ত হয়ে পড়তাম। মনে হত, একটু যদি মুক্তি পাই সুশান্তের হাত থেকে।’’

এ তো গেল ধোনির বক্তব্য। ধোনি সম্পর্কে সুশান্ত কী বলছেন? ধোনির জবাব পেয়ে তিনি কি সন্তুষ্ট হয়েছেন? সেই মতো ছবিতে অভিনয় করতে পেরেছেন সুশান্ত? ধোনির ভূমিকায় অভিনয় করা সুশান্ত বলছেন, ‘‘প্রথমবার ধোনিকে মেজাজ হারাতে দেখেছি। প্রথম দু-তিন দিন ধোনিকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। ধোনি সেগুলোর উত্তর দিয়েছিল বেশ শান্তভাবেই।’’

এর পরেই ধোনির মেজাজ বদলে যায় হাওয়ামোরগের মতো। সরাসরি সুশান্তকে বলে বসেন, ‘‘তুমি বড্ড প্রশ্ন কর। আমি ধোনিকে একটা প্রশ্নই বিভিন্নভাবে করতাম। তাতেই রেগে যেত ধোনি।’’



মন্তব্য চালু নেই