সুপ্রিম কোর্টে ইফতার করবেন খালেদা জিয়া
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সুপ্রিম কোর্টের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ৯ জুন আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি টি এইচ খান।
মন্তব্য চালু নেই