সুন্দর মনের মানুষ উইল স্মিথ: নাওমি হ্যারিস

হলিউড অভিনেত্রী নাওমি হ্যারিস অনেক অভিনেতার পাশাপাশি জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের সঙ্গেও কাজ করেছেন। তিনি জানান, যাদের সঙ্গে এখন পর্যন্ত তিনি কাজ করেছেন, এদের মধ্যে সবচেয়ে সুন্দর মনের মানুষ উইল স্মিথ।

৩৯ বছর বয়সী অভিনেত্রী নাওমি এযাবৎ অনেক বড় তারকা অভিনেতাদের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। তাঁদের মধ্যে আছেন ড্যানিয়েল ক্রেইগ, ইদ্রিস এলবা, পিয়ার্স ব্রুসনান, কলিন ফির্থ সহ অনেকে। তবে তাঁদের মধ্যে স্মিথ সত্যিই তাঁকে হতচকিত করেছে বলে জানালেন নাওমি।

অভিনেত্রী আরও বলেন, উইল স্মিথের সুন্দর মনের প্রেমে পড়ে গেছেন তিনি।



মন্তব্য চালু নেই