সুন্দরী ললনাদের সঙ্গে পুরানো স্মৃতি নিয়ে আছেন ‘ওয়ার্ল্ড বস’ গেইল

বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে যা দ্রুততম (মাত্র ১৪৭ বলে ২১৫), রেকর্ড ১৬টি ছক্কা, আর কত কি; বলতে গেলে হাওয়ায় ভাসছেন জ্যামাইকান গ্রেট এন্টারটেইনার ক্রিস গেইল। টেস্ট ক্রিকেটে ট্রিপল, ওয়ানডে ক্রিকেটে ডাবল, টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি; ক্রিকেট ইতিহাসে এমন কৃতিত্ব শুধু তারই। এমন সাফল্যে নিজেকে বস ভাবতেই পারেন উইন্ডিজ মারকুটে ওপেনার। ভাবছেন তাই, নিজেকে ‘ওয়ার্ল্ড বস’ হিসাবে আখ্যায়িত করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ কীর্তির গড়ার পর মনটা যে দারুণ চনমনে রয়েছে গেইলের, তা বলাই বাহুল্য। তবে সেই আনন্দ তিনি জমকালো পার্টিতে উদযাপন করতে পারছেন না। বিশ্বকাপের নিয়ম-কানুনের মধ্যেই থাকতে হচ্ছে তাকে। তবে উইন্ডিজ সতীর্থদের সঙ্গেই আপাতত চলছে হাসি-তামাশা।

গেইলতবে গেইল এই উপলক্ষ্য অন্যভাবে পালন করছেন। সেটা তার সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে। যেখানে তিনি পুরোনো অনেক ছবি পোস্ট করেছেন। বলা চলে দুধের স্বাদ মেটাচ্ছেন ঘোলে। নানা রুপে দেখা গেছে গেইলকে। কখনো সুন্দরী ললনাদের মাঝে ফুকছেন চুরুট, কখনো বিয়ারের বোতল হাতে উদ্মাম নৃত্য। স্পিড বোটে হাত ছড়িয়ে গগন বিদারী চিৎকার, কখনো টাইটানিক স্টাইলে সাগরকে বুকে টেনে নেয়ার আকুতি।
বড় চশমা পড়া একটি ছবি পোস্ট করেছেন গেইল। যা দেখলে আপনি চমকেও যেতে পারেন। আবার দুই কাধে দুই পাখি নিয়ে শিকারীর বেশে বেশ সাবলিল ৩৬ বছর বয়সী এই ব্যাটিং দানব। আবার সেলফিতেও কম যান না, পেছনে একঝাঁক সুন্দরী রেখে হাসি মুখে গেইলের সেলফি নজর কেড়েছে অনেকের। কখনো বা কেতাদুরুস্ত পোশাকে নিজ গাড়ির সামনে দন্ডায়মান। আবার খালি গায়ে ঠিক যেন বলি বিল্ডার।



মন্তব্য চালু নেই