সুন্দরী যুবতীর নগ্ন সেলফি তোলার করুণ পরিণতি! (ভিডিও)
বাথরুমে দাঁড়িয়েছিল মেয়েটি! বিবসনা! ইচ্ছে হল একটা সেলফি তোলার৷ তারপর তা হোয়াটসঅ্যাপে সেটি পাঠায় তার বন্ধুর কাছে৷ কিন্তু না! কোথাও যেন একটা ভুল হয়েছে৷ নগ্ন ছবিটি চলে গিয়েছে অন্য ঠিকানায়৷ সেখান থেকে রাজ্যময়! সবার মোবাইলে মোবাইলে!
ভারতের একদল যুবকের তৈরি জনসচেতনতামূলক একটি ভিডিও-র কাহিনি৷ বাস্তবেও এমন ঘটনা ঘটছে হামেশাই৷ প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন৷ এর সুফল অনেক৷ মানুষ এখন অনেক কিছু সহজেই জানছে, বুঝতে পারছে৷ জীবন এখন আগের চেয়ে অনেক সহজ৷ খুবই ভালো ব্যাপার৷
তবে, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে৷ তার একটি নগ্ন সেলফি৷ নগ্নতার প্রতি মানুষে আকর্ষণ দুর্নিবান৷ আর স্মার্টফোন সেই আকর্ষণে যোগ করছে বাড়তি মাত্রা৷ ছেলেবন্ধু একটু জোড়াজুড়ি করলেই তাই এই প্রজন্মের অনেক মেয়ে নিজেই তুলছে নিজের নগ্ন ছবি৷ এরপর পরম বিশ্বাসে তা হোয়াটসঅ্যাপ করছে বন্ধুর কাছে৷ সেই বন্ধুটি হয়ত বিশ্বস্তও৷ কিন্তু সামান্য একটা টাইপের ফলে ছবিটা পাঠিয়ে দিতে পারে ভুল গন্তব্যে৷ আর সেখান থেকে লাখ লাখ কপি হয়ে তা ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র৷
ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই