সুন্দরী নারী রুপে অভিনয় করেছেন বলিউডের যে সকল জনপ্রিয় নায়করা
অভিনেতা তিনিই যিনি বহুরূপে, বহু চরিত্রে অভিনয় করতে পারেন। অভিনয়ের খাতিরে বলিউড অভিনেতারা নারীরূপ ধারণ করেছেন এমন উদাহরণ নেহাত কম নেই। শাম্মী কাপুর থেকে শুরু করে দারা সিং, গোবিন্দ এমনকি বলিউডের চার নামি খান অর্থাৎ শাহরুখ, সালমান, আমির ও সাইফ প্রত্যেকেই পর্দায় নারী সেজেছেন। আসুন একঝলকে দেখে নেওয়া যাক বলিউডের ১০ অভিনেতার অনস্ক্রিন সেরা নারী লুক।
বাজি সিনেমাতে মেহবুবা গানের দৃশ্যটি নারী অবতারে করেছিলেন আমির। বলাই বাহুল্য দারুণ মানিয়েছিল তাকে। শুধু বড় পর্দায় নয়, বিজ্ঞাপনের জন্যও একাধিকবার নারী সেজেছেন আমির।
কমল হাসানের চাচি ৪২০ সিনেমার সেই বয়স্ক নারীর চরিত্রটি আজও সবার মনে গেঁথে রয়েছে।
আন্টি নম্বর ওয়ান সিনেমায় নারী চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউডের কমেডি কিং গোবিন্দ।
ডুপ্লিকেট সিনেমায় মেয়ে সেজেছিলেন শাহরুখ খান
জানেমান সিনেমায় বিভিন্ন লুকে দেখা গিয়েছিল সালমানকে। এর মধ্যে ছিল নারী সাজেও।
১৯৮৪ সালে মেরা ফায়সালা সিনেমায় নারী লুকে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। তবে এ চরিত্রে অভিনয়ে তিনি বেশ অস্বস্তিতে ছিলেন।
অক্ষয় কুমার ও দিপক তিজরি দর্শকদের মন জয় করেছিলেন ১৯৯২ সালে খিলাড়ি সিনেমায় নারী চরিত্রে অনবদ্য অভিনয় করে।
লাওয়ারিস সিনেমায় জিসকি বিবি ছোটি উসকা ভি বরা নাম হ্যায়…এই গানটিতে একাধিকবার নারীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিতাভ বচ্চনকে। গানটি যেমন জনপ্রিয় হয়েছিল তেমন বিগ বি-র নারী লুকও।
ডবল ধামাল সিনেমায় মেয়ে সেজেছিলেন অভিনেতা আশিস চৌধুরী
রফু চক্কর সিনেমায় মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।
আপনা স্বপ্না মানি মানি সিনেমায় মেয়ে সেজেছিলেন রীতেশ দেশমুখ। আর নিজের রূপে অনেক বলিউড সুন্দরীকেই কমপ্লেক্স দিয়ে দিয়েছিলেন ‘সুন্দরী’ রীতেশ।
বলিউডের চকোলেট বয় শহিদ কাপুরও অনস্ক্রিনে মেয়ে সেজেছেন। মিলেঙ্গে মিলেঙ্গে সিনেমায় তাকে নারীরূপে দেখা গিয়েছিল।
যে অভিনেতা ইকবাল সিনেমায় মূক চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন সেই অভিনেতাই পেয়িং গেস্ট, বম্বে টু ব্যাংকক, গোলমাল রিটার্নস সিনেমায় মেয়ে সেজে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
মন্তব্য চালু নেই