সুন্দরীদের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা

চীনের একটি পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য ২০১৪ সালে আয়োজন করা হয়েছিল সুন্দরীদের কাদা মাখানোর এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। জানা যায়, এই প্রতিযোগিতায় যে সুন্দরীর শরীরে সবচেয়ে কম কাদা লাগবে সেই হবে বিজয়ী!

চীনে সুন্দরীদের কাদা মাখানোর এই অনুষ্ঠানকে বলা হয় ‘মাড ব্যাটেল’। প্রতিযোগিতায় একে অন্যকে কাদা মাখাতে মেতে উঠে বিকিনি পড়েই। কাদা মাথানোর কিন্তু না মাখার প্রতিযোগিতা। চীনের হুনান প্রদেশের জয়ানজিয়াজেতে আয়োজিত এই অনুষ্ঠানে বিকিনি তরুণীরা মেতে ওঠেন কাদা মাখানোর উচ্ছ্বাসে। আর এই প্রতিযোগিতার এক পর্যায় নির্বাচন করা হয় বিজয়ী সুন্দরীকে।



মন্তব্য চালু নেই