‘সুন্দরবন রক্ষার আন্দোলনে সমর্থন আছে বিএনপির’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাগেরহাটের রামপালে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে বামপন্থী সংগঠনগুলোর আন্দোলনে তাঁর দলের সমর্থন আছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিদ্যুতের আরো বেশি প্রতিষ্ঠা, আরো বেশি উৎপাদন হোক, সেটা আমরা চাই। কিন্তু অবশ্যই সেটা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করে নয়। আমাদের অনেক জায়গা আছে, অনেক এলাকা আছে, অনেক বিকল্প পন্থা আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।’

ফখরুল আরো বলেন, ‘আমরা তো তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছি। আমরা সমর্থনও করছি। আমরা মাঠে নেমে বিরোধিতা করব কি-না, সেটা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। কারণ, আমরা একটা দাবি জানিয়েছি। আমরা অপেক্ষা করব যে সরকার সেই দাবির প্রতি কীভাবে রেসপন্স করছে।’



মন্তব্য চালু নেই