সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপনের দাবিতে ৩০ জেলে অপহরন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর কানচিখালী এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ জন জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে গেছে জলদস্যুরা। শনিবার ভোর ৬ টার দিকে তাদেরকে অপহরন করা হয়। অপহৃত এসব জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, কয়েকদিন আগে অপহৃত জেলেরা সুন্দরবনে মাছ ধরার জন্য যায়। শনিবার সকালে তারা সুন্দরবনের মাহমুদা নদীর কানচিখালী এলাকায় মাছ ধরার সময় জলদস্যু আলিম ও জনাব আলী বাহিনীর সদস্যরা ৩৫ জন জেলেকে অপহরন করে। পরে তাদের মধ্যে থেকে একটি ট্রলারসহ কালিঞ্চির আলাউদ্দীন, আব্দুল্লাহসহ ৫ জনকে মুক্তিপনের টাকা আনার জন্য ছেড়ে দেয়া হয়। বাকী ৩০ জনকে তারা ধরে নিয়ে গেছে। কালিঞ্চি গ্রামের জেলে আব্দুল হক জানান, সুন্দরবনের ভিতরে পাশ নিয়ে চিংড়ী পোনা আরহন করতে গিয়ে আমাদের এলাকার ৩০ জন জেলেকে মুক্তিপনের দাবীতে ধরে নিয়ে গেছে । তাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়েছে। টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলেও হুমকী দিয়েছে জলদস্যুরা। এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এসিএফ কেরামত আলী মল্লিক জানান, কয়েকজন জেলে অপহরনের বিষয়টি তিনি শুনেছেন। তবে তার সংখ্যা তিনি নিশ্চিতকরা সম্ভব হয়নি। অপহৃতদের উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য চালু নেই