সুন্দরগঞ্জে ৮ জামায়াত-শিবির কর্মী গ্রেফতার

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জে গোপন বৈঠককালে ৮ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়। এতে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের একটি বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি)- আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- নিজপাড়া এলাকার একটি বাড়িতে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এরা নাশকতার পরিকল্পনা করছিলো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে নাশকতার মামলা রয়েছে। তিনি আরও জানান, এমপি লিটন হত্যার পর উপজেলায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। নাশকতা পরিকল্পনা ও এমপি লিটন হত্যার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই