সুন্দরগঞ্জে ৪ জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল
হক প্রধান ৪ জুয়ারির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়ারিদের এই রায় দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ধুবনি কঞ্ঝিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল মোতালেব শনিবার দিবাগত ভোর রাতে অভিযান চালিয়ে পূর্ব বেলকা গ্রামের গ্রাম পুলিশ নুরুল ইসলামের বাড়ির উঠান হতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেন-মন্টু মিয়া,গৌরাঙ্গ চন্দ্র, লাল মিয়া ও রতন কুমার।



মন্তব্য চালু নেই