সুন্দরগঞ্জে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৪ প্রার্থীর জরিমানা
নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউপি’র সাধারণ নির্বাচনে ৩ চেয়ারম্যান পদ প্রার্থীসহ সাধারণ সদস্য পদ- প্রার্থীর প্রত্যেকের ১ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- মুহাম্মদ হাবিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ঐ ৪ প্রার্থীর বিরুদ্ধে জরিমানাদেশ দেন। জরিমানাদেশ প্রাপ্ত আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদ- প্রার্থী আব্দুর রশিদ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত রফিকুল ইসলাম (লাঙ্গল), স্বাতন্ত্র আশাদুজ্জামান (ঘোড়া) ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী আঃ লতিফ (মোরগ) বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই