সুন্দরগঞ্জে সোয়াবছরেও ক্ষতিপূরণ পায়নি ফটোস্ট্যাট দোকান

গাইবান্ধার সুন্দরগঞ্জে সোয়াবছরেও ক্ষতিপূরণ পায়নি ফটোস্ট্যাট দোকানদার।

জানা যায়, বিগত ২৮ ফেব্রুয়ারী/২০১৩ রাজনৈতিক সহিংসতায় উপজেলা পরিষদ মসজিদের বিপরীত পার্শ্বে মিতু ফটোস্ট্যাটের দোকান ও মেশিনসহ স্থাপনাদির ব্যাপক ক্ষয়ক্ষতি ও লুটতারাজ হয়। মর্মে ১০ মার্চ/১৩ ইং তারিখে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণের জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদন করেন উক্ত দোকানের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক। এর সোয়াবছর অতিক্রম হলেও আজও আর্থিক সহায়তা মেলেনি আবেদনকারীর। ফলে ক্ষতি পুষিয়ে নিতে না পেরে পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।



মন্তব্য চালু নেই