সুন্দরগঞ্জে সাংবাদিকদের সম্মানে নজরুল প্রি-ক্যাডেট স্কুল
গাইবান্ধার সুন্দরগঞ্জের নজরুল প্রি-ক্যাডেট স্কুল, শিবরাম’ সাংবাদিকদের সম্মানে বিশেষ কর্মসূচী পালন করছে।
শুক্রবার বিকেলে উপজেলায় কর্মরত সাংবাদিকের সম্মানে এ কর্মসুচী পালন করে সুনামধন্য এই প্রতিষ্ঠানটি। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করণের দৃঢ় প্রত্যয় নিয়ে ২০০৮ ইং সালে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (জাতীয় শ্রেষ্ঠ)’র “দীপ শিক্ষা” ছাত্রাবাসের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে খ.ম. রাশেদুল ইসলাম এটি প্রতিষ্ঠা করেন। তিনিই প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। ২০১০ইং সালে প্রথম বারের মতো এই প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে ৯জনসহ সকলেই বৃত্তি লাভ করায় রাজশাহী বিভাগে সেরা দশের সম্মান বহন করে। তখন থেকেই এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সক্ষম রয়েছে। উক্ত দিনক্ষনে সাংবাদিকদের সম্মানে জাতীয় সংগীত, কুচকাওয়াজ, ডিসপে¬ প্রদর্শন, গার্ড অব ওনার প্রদান করে শিক্ষার্থীরা। নজরুল প্রি-ক্যাডেট স্কুল, শিবরাম’র ২০১০ ইং সাল থেকে ধারাবাহিক সেরা সাফল্য তুলে ধরে প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ খ.ম. রাশেদুল ইসলাম। এসময় সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও উপজেলা প্রেস ক্লাব’র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই