সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে আরডিআরএস-বাংলাদেশ কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ ২’শ ৬৮ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার তারাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন- জেলা প্রশাসক-মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নুরুন্নবী সরকার, আরডিআরএস- বাংলাদেশ’ রংপুর অঞ্চলের কৃষি ও পরিবেশ ইউনিটের সমন্বয়কারী মামুনুর রশিদ, গাইবান্ধা জেলার পিএম (এফসি) পোরসিয়া রহমান।

এসিটি- এলায়েন্স, সিসিডিবি’র সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ত্রাণ সামগ্রী বিতরণ পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে পরিবার প্রতি চাল ১০ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি এবং খামার স্যালাইন ১০ প্যাকেট করে বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই