সুন্দরগঞ্জে গাছে গাছে আমের মুকুল

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রায় সর্বত্র ও প্রতিটি বাড়ির আঙ্গিনায় সুমিষ্টি আম গাছের ডগায় ডগায় সমারোহ ঘটেছে মুকুলের। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাড়ীর সবার মনে দিয়েছে নতুন নতুন স্বপ্নের দোলা।

এবছর আবহাওয়া অনুকুলে থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। এই সময় গাছে গাছে মুকুল ধরার সময়। এরপর মুকুল প্রস্ফুটিত হওয়া শুরু হয়|

আমের ফলন নিশ্চিত করতে এ সময়ে আবহাওয়া অনুকুলে থাকা খুবই জরুরী।অনেকেই বলেছেন এ সময়টা যদি আবহাওয়া অনুকুলে বা
অসময়ে কাল বৈশাখী ঝড় না হয় তাহলে আমের ফলন শতভাগ নিশ্চিত হবে।



মন্তব্য চালু নেই