সুন্দরগঞ্জে ওয়ার্কার্স পার্টির কমিটি গঠন
গাইবান্ধার সুন্দরগঞ্জে ওয়ার্কার্স পার্টির ৮ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষ্যে রেবতী বর্মনের সভাপতিতে উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরে্যা’র সদস্য-কমরেড আমিনুল ইসলাম গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় কমিটির সদস্য-বেলা রানী সরকার, জেলা কমিটির সদস্য-বীরেন সরকার মিন্টু, শুভেচ্ছা বক্তব্য রাখেন-সুন্দরগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি-এটিএম মাসুদ-উল-আলম চঞ্চল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রভাষক মাসুদুর রহমান প্রামাণিক, কৃষ্ণ চন্দ্র সরকার, চাঁদ মিঞা প্রমুখ। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণ চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়। এর আগে পার্টির উদ্যেগে মে দিবসের একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, এই প্রথম বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই