সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ যুবক মাদক সেবী গ্রেফতার
নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ইয়াবা সেবন করার সময় ঐ ২ যুবককে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত- লাল চন্দ্র দাশের ছেলে নিমাই চন্দ্র দাশ ও খামার পাঁচগাছী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আতোয়ার রহমান। এব্যাপারে থানার এএসআই মোখলেছুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই