সুনীল কন্যা আথিয়া এবার টুইটারে !

সুপারস্টার অভিনেতা সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখছেন অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি, এবার তাকে টুইটারেও পরিচয় করিয়ে দিলেন সালমান খান।

জানা গেছে, ‘কাল হো না হো’ নির্মাতা নিখিল আদভানি আশির দশকের সুভাষ ঘাইয়ের নির্মিত জনপ্রিয় ছবি ‘হিরো’-এর রিমেক করতে যাচ্ছেন, সেই ছবিতে ‘হিরো’ চরিত্রে ছিল জ্যাকি শ্রফ। প্রায় আড়াইযুগ পর একই নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন একেবারে বলিউডের নতুন জুটি। একজন আদিত্য পাঞ্চুলির ছেলে সুরাজ পাঞ্চুলি এবং সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। দুজনকেই নিজের প্রডাকশনে সুযোগ করে দিলেন সালমান খান। আর একযুগে দুজনকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পরিচয় করিয়ে তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নির্মাতা নিখিল তার আসন্ন ছবি ‘হিরো’র ‘ফার্স্ট লুক’ পোস্ট করেন। বর্তমানে ছবিটির কাজ পুরোদমে চলছে বলেও জানান তিনি। সালমান খান প্রোডাকশনের এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।



মন্তব্য চালু নেই